ডেস্ক:‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে। কারণ দিদি যেটা করতে চান, সেই কাজটা উনি সম্পূর্ণ করবেনই।’তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসে বললেন জয়া বচ্চন।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন।
বৈঠকের শুরুতেই তিনি করিয়ে দিলেন, তিনি ‘বাংলার মেয়ে’। বললেন,’আমার নাম জয়া বচ্চন। তার আগে আমার নাম ছিল জয়া ভাদুড়ি। আমার বাবার নাম তরুণ ভাদুড়ি। আমরা প্রবাসী বাঙালি। কিন্তু বাঙালি।’
জয়া বলেন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি।
এখানে অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদব আমাকে বললেন, আমরা সমর্থন করছি তৃণমূল কংগ্রেসকে । তাদের প্রচারে যাবেন আপনি। খুব ভালো লাগল, উনি আমাকে এই কাজটা দিলেন। মমতাজির জন্যে ভালোবাসা ও সম্মান।’ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন একজন মহিলা। মাথা ভাঙা, পা ভাঙা কিন্তু ওরা মমতার হৃদয় ও মস্তিষ্ককে ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করাই মমতার জেদ।মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।’
আরও পড়ুন: আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি, আঘাত করলে প্রত্যাঘাত করি, হুঁশিয়ারি মমতার
জয়া বচ্চন আরও বলেছেন। ‘“আমার কাছ থেকে আমার ধর্ম হাইজ্যাক করবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা। নারী নিরাপত্তা প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশংসা করে জয়া জোড়েন, ‘দেশের মধ্যে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।’