দেশজুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা : সুপ্রিম কোর্ট

পয়গম্বর মন্তব্য বিতর্কে সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসনার মুখে পড়লেন নূপুর শর্মা। উনি যেভাবে দেশে বিভিন্ন প্রান্তে ভাবাবেগে অগ্নিসংযোগ করেছেন, তাতে দেশে যা হচ্ছে, সেজন্য একা নূপুর শর্মাই দায়ী। তাঁর বেলাগাম মুখের কারণে সারা দেশে আগুন জ্বলেছে। তাঁর বেলাগাম মন্তব্য উদয়পুরের মতো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 

হজরত মহম্মদ ইস্যুতে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন রাজ্যের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। তার পরিপ্রেক্ষিতে নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নূপুর শর্মা। সেই মামলায় নেত্রীকেই ভর্ৎসনার মুখে পড়তে হল। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নূপুর শর্মাকে বলে, ‘দেশে যা যা ঘটছে তার জন্য একক ভাবে দায়ী’ তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে, টিভিতে এসে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার।

শীর্ষ আদালতেরপর্যবেক্ষণ, এই লোকগুলো ধার্মিক নন। তাঁরা প্ররোচনা দিতে মন্তব্য করেন। দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। তাঁর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য দেশের এমন পরিস্থিতি। তিনি অনেক দেরিতে ক্ষমা চেয়েছেন। তাঁর উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়া। একইসঙ্গে দিল্লি পুলিশির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন :

আজ রথযাত্রা, পুরীর মন্দিরে আজ ভক্তদের জনসমুদ্র

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা

বিজেপির সমর্থনে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

আগামীকাল ইসকন রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক