নন্দীগ্রামের পর ময়না, ভোটের আগে ছুটিতে পুলিশ আধিকারিক

এ বার ময়না থানা। এ বারেও কারণ ‘শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়ে পুলিশ আধিকারিককে পাঠানো হল ছুটিতে। পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামের পর এ বার ময়না থানাতেও একই ধরনের ঘটনা।

জানা গিয়েছে, ময়না থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান ‘শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়ে ছুটিতে গিয়েছেন। সেই জায়গায় ময়না থানার অস্থায়ী দায়িত্বে নিয়ে আসা হয়েছে নতুন অফিসারকে। আপাতত কোলাঘাট থানার ওসি মাহিদুল ইসলাম ময়না থানার অস্থায়ী দায়িত্বে থাকবেন।

উল্লেখযোগ্য ভাবে, আগের দিন নন্দীগ্রাম থানার আইসি বদলের খবর প্রকাশ্যে আসে। দায়িত্ব থেকে সরছেন নন্দীগ্রামের আইসি সুমন রায়চৌধুরী। প্রশাসনিক সূত্রে খবর, আইসিকে বদল করা হয়নি। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে। সুমনের পরিবর্তে নিয়ে আসা হয়েছে কাশীনাথ চৌধুরীকে।

পঞ্চায়েত ভোটের ঠিক মুখেই এই বদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। অনেকের মতে, ভোটের মুখে এই বদলি বেশ তাৎপর্যপূর্ণ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন