সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সায়নী, ফের তলব ইডি-র

কলকাতা: ইডি-র তলবে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা নাগাদ অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তিনি। জানান, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন।

সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের সামনে সায়নী জানান, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন। আগামিদিনে তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করলে তিনি আসবেন বলেও জানিয়েছেন। তদন্তের প্রয়োজনে ১১ কেন, ২৪ ঘণ্টা তিনি ইডি দফতরে থাকতে প্রস্তুত বলে জানান সায়নী।

ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুলাই সায়নী ঘোষকে ফের তলব করা হয়েছে। বেশ কিছু নথি-সহ হাজির হওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে নির্ধারিত সময়ে আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি নির্বাচনী প্রচারে ছিলাম। ৪৮ ঘণ্টার নোটিসে আমাকে ডাকা হয়েছে। আমাকে সশরীরে হাজিরার কথা বলা হয়েছিল। তাই আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব”।  এরপর ১১ ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার