ওসি বদল শমসেরগঞ্জ ও সুতিতে, তদন্তে ‘গোয়েন্দা ব্যর্থতা’ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ

মুর্শিদাবাদ: নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির জেরে তিন জনের মৃত্যু হয়েছিল শমসেরগঞ্জ ও সুতি থানা এলাকায়। এই ঘটনার পরই ওই দুই থানার ওসিকে বদলি করল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, এত দিন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এবার ওই থানাগুলিতে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার পাঠানো হয়েছে, যার মাধ্যমে থানাগুলোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার ভবানী ভবন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শমসেরগঞ্জ থানার দায়িত্বে আসছেন আইসি সুব্রত ঘোষ, যিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কল ইন্সপেক্টর ছিলেন। আর সুতি থানায় আইসি সুপ্রিয়রঞ্জন মাজি, যিনি পূর্ব বর্ধমানের সদর ট্র্যাফিক গার্ডের দায়িত্বে ছিলেন।

এত দিন শমসেরগঞ্জে ওসি পদে ছিলেন শিবপ্রসাদ ঘোষ এবং সুতিতে ছিলেন বিজন রায়। তাঁদের দু’জনকেই পাঠানো হয়েছে জেলার পুলিশ লাইনে।

এদিকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যদিও এই বদলির সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার সরাসরি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পুলিশ মহলে অনেকেই মনে করছেন, দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র অস্বীকার করা যাচ্ছে না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক