প্রথম পাতা খবর ষষ্ঠ দফার ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি-তৃণমূল চাপানউতোর

ষষ্ঠ দফার ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি-তৃণমূল চাপানউতোর

378 views
A+A-
Reset

নন্দীগ্রাম: তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা। আগামী শনিবার, ষষ্ঠ দফায় সেই লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক আগে আগেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে।

অভিযোগ, বুধবার গভীর রাতে সশস্ত্র বাইকবাহিনী হামলা চালায়। প্রাণ গিয়েছে এক মহিলার। জখম আরও অন্তত ৮ জন। আহত-নিহতদের দলের কর্মী হিসাবে দাবি করে প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। পথও অবরোধ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। তিনি সোনাচূড়ার বাসিন্দা। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

গোটা ঘটনার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল জানান, “তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকায় সন্ত্রাস ছড়াতে এই হামলা চালিয়েছে।” অন্য দিকে, এই ঘটনার দায় স্বীকার করেনি তৃণমূল। তবে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, বিজেপির অর্ন্তদ্বন্দ্বের কারণেই এই হামলা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.