কলকাতা: বৃহস্পতিবার ভোর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে সঙ্গে নেই সেই ভ্যাপসা গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, বেলা গড়ানোর সঙ্গেই ভোল বদলাবে আবহাওয়া। কলকাতা-সহ জেলায় জেলায় নামবে বৃষ্টি!
আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে, আগামীকাল শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। ওই দিন পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি, রবিবারও ওই ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে সম্ভাবনা।
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। আপাতত এই ঝড়বৃষ্টির প্রভাবে সাময়িক স্বস্তি পাবেন বঙ্গবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।