জেলা স্তরে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে আচমকাই ঘোষিত হল সাংগঠনিক পরিবর্তনের তালিকা। কলকাতা উত্তরের সভাপতি পদ থেকে সরানো হল বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বদলে গঠিত হল ৯ সদস্যের একটি কোর কমিটি। একই মডেল দেখা গেছে বীরভূমেও। সেখানেও ‘জেলা সভাপতি’ পদ তুলে কোর কমিটির হাতে তুলে দেওয়া হল দায়িত্ব।
কলকাতা উত্তরের কোর কমিটিতে রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, তপন সমাদ্দার ও বিবেক গুপ্ত। রাজনৈতিক মহলের প্রশ্ন— তৃণমূল কি এবার সংগঠন চালাতে চায় বীরভূম মডেলে? যেখানে একজন নির্দিষ্ট সভাপতির বদলে সমন্বিত নেতৃত্বের উপর ভরসা রাখা হবে।
বীরভূমে দীর্ঘদিন জেলা সভাপতির পদ সামলানো অনুব্রত মণ্ডলকে এবার আর সে পদে দেখা যাবে না। তিনিও এখন শুধুমাত্র কোর কমিটির সদস্য। এতে তৃণমূলের জেলা সংগঠনে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে বলেই মনে করা হচ্ছে।