আইপিএল ২০২৫-এর ফাইনাল ইডেনে না-হওয়ার সম্ভাবনায় চরম অসন্তোষ ছড়িয়েছে বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে। শুক্রবার ইডেন গার্ডেন্সের সামনে ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। দাবি, “ক্রিকেটের নন্দনকানন” ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল না সরানোর জন্য বিসিসিআই যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অলিখিত রীতি অনুযায়ী, চ্যাম্পিয়ন শহরে পরের মরসুমে ফাইনাল হওয়া উচিত। সেই যুক্তিতে এ বছরের ফাইনালের ভেন্যু হওয়া উচিত ছিল কলকাতা। কিন্তু ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির জেরে বদলেছে সূচি। এখন বলা হচ্ছে, ফাইনাল হতে পারে আহমেদাবাদে।
শুধু ক্রিকেটপ্রেমীরা নয়, সিএবি-ও ইতিমধ্যেই বিসিসিআই-কে চিঠি দিয়ে জানিয়েছে, ৩ জুনের ফাইনাল আয়োজনের জন্য ইডেন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া ও প্রযুক্তিগত পরিকাঠামো বিবেচনায় ইডেন ভারতের অন্যতম সেরা মাঠ বলেই দাবি তাঁদের।
বিক্ষোভকারীদের বক্তব্য, ফাইনাল অন্য কোথাও সরানো হলে তা হবে “আহমেদাবাদ ঘেঁষা পক্ষপাতিত্ব”। এখন দেখার, সাধারণ মানুষের ক্ষোভ ও সিএবি-র দাবি বিসিসিআই-এর সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে কিনা।