বিহারে ভোটার তালিকায় বাদ পড়ল ৬৫ লক্ষের বেশি নাম, পটনাতেই বাদ ৩.৯৫ লক্ষ

শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেখা গিয়েছে, বিহারে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সবথেকে বেশি বাদ পড়েছে পটনায়— প্রায় ৩.৯৫ লক্ষ। এরপর রয়েছে মধুবনী (৩.৫২ লক্ষ), পূর্ব চম্পারণ (৩.১৬ লক্ষ) ও গোপালগঞ্জ (৩.১০ লক্ষ)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬.২৮ লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বা নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি। ২২.৩৪ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে এবং ৭.০১ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। এ সমস্ত কারণেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এনডিএ-কে সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সংসদের বাদল অধিবেশনে উত্তপ্ত হয়েছে পরিবেশ। এমনকি লোকসভায় আলোচনার দাবিতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিরোধী সাংসদরা।

তবে নির্বাচন কমিশনের আশ্বাস, এটি খসড়া তালিকা। প্রকৃত কোনও ভোটারের নাম বাদ পড়লে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। পরে যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক