প্রথম পাতা খবর দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেনের সঙ্কট নজরদারি চালাতে টাস্কফোর্স গঠন সুপ্রিম কোর্টের

দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেনের সঙ্কট নজরদারি চালাতে টাস্কফোর্স গঠন সুপ্রিম কোর্টের

323 views
A+A-
Reset

ডেস্ক: দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেন ঘাটতির খবর আসছে। হাসপাতালগুলোতে বেডের অপ্রতুলতা। জীবনদায়ী ওষুধের দাম আকাশছোঁয়া। মারা যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স তৈরি করল কেন্দ্রীয় সরকার।


সুপ্রিমকোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চের নির্দেশে এই টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্সে ১২ জন সদস্য থাকবেন। রাজ্যে রাজ্যে চাহিদা মতো অক্সিজেন, ওষুধ সরবরাহের তত্ত্বাবধান করবে এই ১২ সদস্যের টাস্কফোর্স।

আরও পড়ুন: করোনা সন্দেহে ভর্তি হতে জরুরি নয় কোভিড রিপোর্ট, নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের


টাস্কফোর্সের সদস্যরা হলেন :
১. . স্বাস্থ্য মন্ত্রকের সচিব
২. কেন্দ্রীয় মন্ত্রকের ক্যাবিনেট সচিব
৩. ডঃ দেবেন্দ্র সিং রানা (স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারপার্সন)
৪. ডঃ দেবি প্রসাট শেট্টি (নারায়না হেলথকেয়ার বেঙ্গালুরুর চেয়ারপার্সন ও এগজিকিউটিভ মেম্বার)
৫. ডঃ ভবতোষ বিশ্বাস (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রাক্তন ভাইস চ্যান্সেলর)
৬. ডঃ জারির এফ উদাইদা (হিন্দুজা হাসপাতাল, ব্রিচ কেন্ডি হাসপাতালের চিকিৎসক)
৭. ডঃ শিব কুমার সোরেন (দিল্লি আইএনবিএস হাসপাতালের হেপাটলজি ডিপার্টমেন্টের প্রধান)
৮. ডঃ গগনদীপ কং (ভেলোরের সিএমসির অধ্যাপক)
৯. ডঃ জেভি পিটার (ভেলোরের সিএমসির ডিরেক্টর)
১০. ডঃ সৌমিত্র রাওয়ার (স্যার গঙ্গারাম হাসপাতালের সার্জিক্যাল ও লিভার ট্র্যান্সপ্ল্যান্ট ডিপার্টমেন্টের প্রধান)
১১. ডঃ নরেশ ত্রেহান (মেদান্ত হাসপাতাল অ্যান্ট হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্স ও ম্যানেজিং ডিরেক্টর)
১২. ডঃ রাহুল পন্ডিত (ফর্টিস হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ও আইসিইউর ডিরেক্টর)

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.