Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রচিত হল ইতিহাস, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - NewsOnly24

রচিত হল ইতিহাস, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রচিত হল ইতিহাস। আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে ফলক উন্মোচন করেন। পদ্মা সেতু শুধুমাত্র কোনও সেতু নয় বা ইট, সিমেন্ট, কংক্রিটের ভিত্তি নয়। এই সেতু বাংলাদেশের অহঙ্কার, গর্ব এবং আত্মমর্যাদার প্রতীক। এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত বছরের বেশি সময়ের টানাপড়েন শেষে শেখ হাসিনার স্বপ্ন সফল হল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা বলেন, বহু বাধা পেরিয়ে এই সেতু তৈরি হয়েছে। আজ বাংলাদেশের মানুষ গর্বিত। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলাম পদ্মা সেতু তৈরি করব। বাংলাদেশের মানুষ আমার উপর ভরসা রেখেছে। গতির চ্যালেঞ্জ মোকাবিলা করে সেতু তৈরি হয়েছে। আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও এই সেতু সাহায্য করবে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের ২১টি জেলার মানুষের সুবিধা হবে। তাই কবি সুকান্তর ভাষায় বলি, সাবাশ বাংলাদেশ।

ওপারের সাধারণ মানুষ থেকে গণ্যমান্য ব্যক্তি সবাই এক কথায় বলছেন, গৌরব আর আত্মমর্যাদার প্রতীক এই পদ্মা সেতু। সেতু তৈরির টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে যখন অনিশ্চয়তা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঘোষণা, নিজেদের টাকায়ই পদ্মা সেতু তৈরি হবে। অবশেষে বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনগণের টাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে!

পদ্মা সেতুকে জলের মধ্যে ধরে রাখবে ৪০টি পিলার বা স্তম্ভ। প্রত্যেকটিই তৈরি হয়েছে মজবুত ইস্পাত দিয়ে। পাশাপাশি এই পিলারের আর একটি বিশেষত্ব রয়েছে। জলের নীচে ১২২ মিটার পর্যন্ত গভীরে গিয়েছে এই পিলারের ভিত। পৃথিবীর আর কোনও দেশে আর কোনও সেতুর স্তম্ভ এত গভীরে নেই। নিরাপত্তার আর একটি ব্যবস্থা পদ্মা সেতুর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। পদ্মা সেতুর ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা বা ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’ পৃথিবীর অন্য সব সেতুর চেয়ে অনেক বেশি। প্রায় ১০ হাজার টন। এই ক্ষমতায় এই সেতু রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও অনায়াসে টিকে যাবে।

আরও পড়ুন :

ভোর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন

সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা টপকালো ১৭ হাজার

গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদীর ক্লিনচিটকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত

সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, গাইডলাইন জারি শিক্ষা দফতরের

Related posts

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অসমেও ‘বিশেষ সংশোধন’! কমিশন ‘SR’ বললেও বকলমে ‘SIR’ বলছে বিরোধীরা