ভোর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়

ভোর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা এবং তার আশপাশের এলাকার দিনের আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে শহর।

আগামী ঘণ্টাখানেকের মধ্যেই বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায়। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে মঙ্গলবার প্রবল বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের অন্য জেলাতেও। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত হবে।

আরও পড়ুন :

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন

সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা টপকালো ১৭ হাজার

গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদীর ক্লিনচিটকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত

সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, গাইডলাইন জারি শিক্ষা দফতরের

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের