কার্গিল: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে নিহত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেন, পাকিস্তানের বারবার ক্ষতির মুখে পড়েছে। কিন্তু কিছুই শিখেনি এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েই চলেছে।
এ দিন কারগিল যুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “পাকিস্তান যখনই কোন দুঃসাহসিক কাজ করেছে তখনই পরাজয়ের মুখোমুখি হয়েছে। তারা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি”।
যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, প্রধানমন্ত্রী মোদী বলেন, জাতির জন্য শহিদদের আত্মত্যাগ অমর এবং কার্গিল বিজয় দিবসের আকারে চিরকাল তা স্মরণ করা হবে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৬ জুলু ভারতীয় সেনাবাহিনী বরফে মোড়া লাদাখের কার্গিলে প্রায় তিন মাস দীর্ঘ যুদ্ধের পর বিজয় ঘোষণা করে। ওই দিনেই ‘অপারেশন বিজয়’-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় স্মরণে দিনটিকে ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়।