সাংবাদিক ও নাট্যকর্মী পার্থপ্রতিম গোস্বামী প্রয়াত

সাধনা দাস বসু: সাংবাদিক ও নাট্যকর্মী পার্থপ্রতিম গোস্বামীর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৭৬ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ সকাল ৬.১০ মিনিটে দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আজকাল পত্রিকার সংবাদ কর্মী পার্থপ্রতিম গোস্বামী অর্ধ শতকের ও বেশি সময় ধরে বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন বেশ কয়েক বছর। ছিলেন সহ-সভাপতিও। বর্তমানে তিনি ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের কার্যকরী সমিতির সদস্য ছিলেন।

পার্থপ্রতিম গোস্বামীর মৃত্যুতে সাংবাদিক ও নাট্য মহলে শোকের ছায়া।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে