আট তলার কার্নিশে দাঁড়িয়ে হাত নাড়ছেন রোগী, নিউরো সায়েন্সে হুলস্থুল কাণ্ড। এদিন বেলা ১১টার দিকে আচমকা ওই হাসপাতালে ভর্তি এক রোগী আট তলার কার্নিসে উঠে বসে পড়েন। তা দেখে হতবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা। খবর দেওয়ার হয় দমকলে। দমকল কর্মীরা অনেক চেষ্টা করেও ওই রোগীকে নামাতে পারেননি। অবশেষে ঘণ্টা দেড়েক পর ঝাঁপ দেন ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
হাসপাতাল কর্মীদের দাবি, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন, তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন হাসপাতালের কর্মীরা। কিন্তু শেষ রক্ষা হল না। দেড় ঘণ্টা হাসপাতালের কার্নিশে বসে থাকার পর, হাত ফসকে নীচে পড়ে যান ওই রোগী। সপ্তাহান্তের কলকাতায় এই কাণ্ড দেখতে মল্লিকবাজার মোড়ে ভিড় করেন কাতারে-কাতারে মানুষ, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন অন্যান্য রোগীর আত্মীয়রা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাকি রোগীরা সকলেই সুস্থ রয়েছেন।
আরও পড়ুন :
রচিত হল ইতিহাস, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভোর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন
সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা টপকালো ১৭ হাজার
গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদীর ক্লিনচিটকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত