প্রথম পাতা খবর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন

65 views
A+A-
Reset

১৮ জুলাইয়ের নির্বাচনে ভারতের রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হবে। তার জন্য এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু শুক্রবার তার মনোনয়নপত্র জমা দিলেন। মুর্মু শুক্রবার কাগজপত্র জমা দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী প্রথম প্রস্তাবক হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং অন্যান্য দলের নেতারাও প্রস্তাবকারীদের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে।

এরপর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিন বিরোধী দল যাতে তাঁকে সমর্থন করেন, সেই অনুরোধ জানান। নিজেই ফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। যদিও মমতা সমর্থনে রাজি হয়নি। তিনি মুর্মুকে বলেন, ‘দল কী করবে তা ঠিক করবে।’

এরপরই পাল্টা চাল দিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। সমর্থন চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। যদিও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়নি। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং প্রবীণ বিজেপি নেতা এল কে আডবাণীকেও ফোন করেন তিনি।

আরও পড়ুন :

সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা টপকালো ১৭ হাজার

গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদীর ক্লিনচিটকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত

সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, গাইডলাইন জারি শিক্ষা দফতরের

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

গণতন্ত্রকে বুলডোজ করছে বিজেপি, উদ্ধবের পাশে দাঁড়িয়ে বিচার চাইলেন মমতা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.