Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পেট্রোল এর দাম কমছে লিটার পিছু ২৫ টাকা করে ! - NewsOnly24

পেট্রোল এর দাম কমছে লিটার পিছু ২৫ টাকা করে !

নতুন বছরের ‘ ধুম মাচা দে’ উপহার বলা যেতেই পারে এই খবরকে। কারণ ২০২১ শেষ হওয়ার আগেই ঘোষণা, নতুন বছর থেকেই কমে যাচ্ছে পেট্রোলের মূল্য। ১ টাকা, ২ টাকা বা ৫ টাকা নয়, একদম একলাফে ২৫ টাকা কম হয়ে যাচ্ছে। যা অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত বড় খবর।

২০২২ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এর দিন থেকে শুরু হবে পেট্রোলের উপরে এই বিশেষ ছাড়। চলবে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এতক্ষণ এই খবর পড়ে যারা যারা খুব উৎসাহিত বোধ করছিলেন, তাদের মধ্যে অনেকেই এবার আশা হত হতে পারেন এটা জেনে যে, পেট্রোলের উপরে এই ছাড় কিন্তু সবার জন্য নয়। পেট্রোল কিনতে গিয়ে এই ছাড় পাবেন শুধু মাত্র বাইক আরোহীরা অর্থাৎ স্কুটার এবং মোটর সাইকেলে পেট্রোল ভরতে গেলেই সুধুমাত্র মিলবে লিটার পিছু ২৫ টাকা করে ছাড়।

এখনও পর্যন্ত এই খবর পড়ে যারা যারা আশায় বুক বাঁধছেন, সেই তাঁদের এবার আশাহত হবার পালা। কারণ, সারা দেশের মধ্যে পেট্রোলের দামের উপরে লিটার পিছু ২৫ টাকা করে ছাড় মিলবে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যে। কারণ, পেট্রোলের এই ছাড় এর ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। এদিন ছিল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের দুই বছর পূর্তি দিবস। আর এই উপলক্ষ্যেই বিশেষ এই ঘোষণা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

Related posts

‘সুভাষিণী’ থেকে ‘ইরাবতী’, বাংলার কৃষিতে নতুন দিগন্ত! বিজ্ঞানীদের সাফল্যকে কুর্নিশ মমতার

সুপ্রিম কোর্টের নির্দেশের জের, শুনানির সময়সীমা বাড়াতে পারে কমিশন

‘দেরি করা যাবে না’, ভোটের আগেই ৩ কাজ শেষ করার টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী