প্রথম পাতা খবর  ‘বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো’, খড়গপুরে মোদী

 ‘বাংলায় সিঙ্গল উইনডো হল ভাইপো উইনডো’, খড়গপুরে মোদী

155 views
A+A-
Reset

ডেস্ক: খড়গপুর সদরের প্রার্থী হিরণের সমর্থনে খড়গপুর বিএনআর ময়দানে সভায় বক্তব্য রাখছেন মোদী। এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন,  ‘দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না। দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে।’


 ‘দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়। দেশে প্রায় ৩৫ বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। গোটা দেশে এই নতুন শিক্ষানীতির প্রশংসা করা হচ্ছে। স্থানীয় ভাষায় লেখাপড়ায় জোর দেওয়া হয়েছে। আমরা চাই গরিবের সন্তানও ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ভাষার জন্য তাঁদের স্বপ্ন ভেঙে যায়। কিন্তু দিদি তারও বিরোধিতা করছেন। দিদির সরকার নতুন শিক্ষানীতি প্রণয়নে বাধা দিচ্ছেন।’


তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়ে। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’ ‘দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। ‘দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের। ‘দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়।’


আয়ুষ্মান ভারত করা হচ্ছে না। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করা হচ্ছে। দিদি কেন্দ্রের কোনও প্রকল্প কার্যকর করা হচ্ছে না। দিদি, মোদীকে ক্রেডিট না দেওয়ার হলে দিতেন না। কিন্তু গরিবের পেটে কেন লাথি মারলেন? প্রশ্ন তুললেন মোদী।

আরও পড়ুনঃ ‘বাংলায় জঙ্গলরাজ আর চলবে না, ২ মে স্বৈরাচারী সরকারের পতন হবে’: শিবরাজ সিং চৌহান


সারা দেশে বাংলায় একটায় সিঙ্গল উইন্ডো আছে। তা হল ভাইপো উইন্ডো। বাংলায় এই উইন্ডো দিয়ে না গেলে কিছু হবে না। গত ১০ বছরে তৃণমূল সরকার সেই সব কাজ করেছে, তা এখানে রোজগারের পথ বন্ধ করার পথ প্রশস্ত করেছে। বাংলায় শুধু একটা শিল্প চলেছে – মাফিয়া উদ্যোগ। সুবর্ণরেখা এবং কংসাবতীর পাড়েে অবৈধ বালি খননের সঙ্গে কারা যুক্ত আছেন, তা এখানেই বাচ্চারাও জানেন। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের বিরুদ্ধে মামলা হবে। আইনের শাসনের প্রতিষ্ঠিত হবে। 


আমি আশ্বাস দিচ্ছি যে বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যতের সঙ্গে খেলা করতে পারবেন না মমতা। তাঁকে করতে দেওয়া হবে না। মমতা বলছেন যে খেলা হবে। কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন যে খেলা শেষ হবে। বাংলায় আসল পরিবর্তন নিয়ে আসবে বিজেপি। এখানকার মানুষের উৎসাহ বলে দিচ্ছে যে এবার বাংলায় বিজেপি আসতে চলেছে। বাংলায় এবার বিজেপি সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.