প্রথম পাতা খবর গণহত্যা প্রসঙ্গে মোদি : জঘন্য ঘটনা, দোষীরা সাজা পাক, কেন্দ্র সহায়তায় প্রস্তুত

গণহত্যা প্রসঙ্গে মোদি : জঘন্য ঘটনা, দোষীরা সাজা পাক, কেন্দ্র সহায়তায় প্রস্তুত

278 views
A+A-
Reset

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই রামপুরহাট হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করেন মোদি। নিজের ভাষণে দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘রমাপুরহাটে জঘন্য অপরাধ হয়েছে। আমি রাজ্য সরকারকে বলব অপরাধীরা যেন অবশ্যই শাস্তি পায়। কোনোভাবেই তাদের যেন ক্ষমা করা না হয়।’’

রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। সিবিআই-এর পাশাপাশি বুধবারই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এনআইএ তদন্তের দাবিতেও সরব হয়েছেন।

এমন এক পরিপ্রেক্ষিতের মধ্যে দেশের প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য, ‘‘এই ঘটনার সঠিক তদন্তের স্বার্থে রাজ্যকে সবরকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র।’’

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আশা করি সরকার অপরাধীদের দ্রুত সাজা দেবে। বাংলার মানুষের কাছে আমার আবেদন, অপরাধীদের যারা প্রশ্রয় দেবে তাদের কখনোই ক্ষমা করবেন না।’’

বীরভূমের রামপুরহাটের ঘটনায় কেন্দ্র কী ভূমিকা নিচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছে অনেকেই। কেন্দ্র কী করে তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহলও। রাজ্য বিজেপির তরফে মঙ্গলবারই এই ঘটনা তুলে ধরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, আর এই কারণেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.