রাজ্যের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি। সরকারি ও সরকার পোষিত সবস্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতো কিংবা স্কুল ব্যাগ দেয় রাজ্য সরকার। তবে এবার সেই পোশাকে বিশ্ব বাংলা লোগো থাকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যা গড়িয়েছে আদালত পর্যন্ত। বুধবার নেতাজি ইন্ডোরের মঞ্চে এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
নেতাজি ইন্ডোরে বিধবাভাতা প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আমার বাংলা নামটাকে ভুলে যাই কী করে। সরকারি স্কুলে জুতো ও পোশাক দেই। তাতে একটা লোগো থাকবে। যাতে শিক্ষার্থীরাও বাংলার নাম গর্ব করে বলতে পারে। কিন্তু কেউ কোর্টে গিয়ে মামলা ঠুকে বলল ওটা নাকি তৃণমূলের লোগো। খোঁজই রাখে না। সবকিছুতেই তৃণমূলের দোষ খোঁজে।
রাজ্যের বিজেপি, বাম ও কংগ্রেস নেতৃত্বকে রাম-বাম-শ্যামের দল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন বিশ্ব বাংলা লোগো তিনি নিজে তৈরি করে বাংলাকে দিয়েছেন। দাবি করেন, এটি তিনি করেছেন তাঁর দায়বদ্ধতা থেকে।
কেন্দ্রের শাসক দলকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার সিলমোহর লাগাতে পারে। আর বাংলার সরকার পারবে না। কটাক্ষ হেনে তাঁর মন্তব্য, দিল্লির লোকেরা পারলে নিজেদের ছবিও লাগিয়ে দিত। কিন্তু আমরা তা করি না।