এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে অনেক ভাল জিনিসে রাজনীতির রঙেই দেখা হয়, মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: “এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে অনেক ভাল জিনিস, ভাল উদ্দেশ্য নিয়ে করা জিনিস রাজনীতির রঙেই দেখা হয়ে থাকে।” অগ্নিপথ বিক্ষোভের মধ্যেই এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর প্রগতি ময়দানে রবিবার একটি টানেল এবং পাঁচটি আন্ডারপাসের উদ্বোধন করেন। দিল্লি-এনসিআর-এর সমস্যা সমাধানের জন্য তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলির বিশদ বিবরণ দিয়ে, প্রধানমন্ত্রী মোদি জানান, গত আট বছরে মেট্রো পরিষেবা ১৯৩ কিলোমিটার থেকে বেড়ে ৪০০ কিলোমিটার হয়েছে।

আরও পডুন: দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

অনুষ্ঠানে তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দেশের বিকাশ এবং কল্যাণের স্বার্থে গৃহীত পদক্ষপকে রাজনীতির রঙিন চোখে দেখা হয়।

বলেন, গত ৮০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কোনও সংস্কার হয়নি। সে কারণে সরকার বাহিনী সংস্কারের কাজে হাত দেয়। এর পিছনে মহৎ উদ্দেশ্য ছিল। কিন্তু বিশেষ একটি গোষ্ঠী, যাদের কাজ শুধুমাত্র সরকারি প্রকল্প, সরকার গৃহীত পদক্ষেপের বিরোধিতা করা, তারা এখন দেশ অশান্ত করার খেলায় মেতে উঠেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?