দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢোকার প্রায় দিন পনেরো পরে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। দুর্বল মৌসুমী বায়ুর জেরে এখনও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। তবে ছুটির রবিবারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী বায়ু দুর্বল থাকার জেরে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে গুমোট গরম থেকে খুব একটা মুক্তি মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও পরে আবার গুমোট গরম অনুভূত হবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বর্ষা চলছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের এই জেলা গুলিতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৯ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে।দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকছে। অন্যদিকে, অতি ভারী বৃষ্টি জেলাজুড়েই। তিস্তা নদীর জল বাড়ছে। একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভয়বহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ লাগোয়া অসমের বন্যা পরিস্থিতি ভয়বহ আকার নিয়েছে। সেখানে প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন