বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এলেনই না প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বাজেট অধিবেশনেও ছিলেন না এবারও সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে সোমবার। প্রথা মাফিক আগের দিন, রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর এলেনই না। তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

এ ধরনের কাজ ‘অসংসদীয়’ কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি টুইটারে লেখেন, “সংসদের আসন্ন অধিবেশন নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক শুরু হলেও অনুপস্থিত প্রধানমন্ত্রী। এটা কি ‘অসংসদীয়’ নয়”?

শেষ বার বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকটিও এড়িয়েছিলেন মোদী। সে সময় বিজেপি যুক্তি দিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এ রকম অনেক বৈঠকে অনুপস্থিত ছিলেন।

এ দিনের বৈঠকে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী সংসদের কার্যকারিতা সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য সমস্ত দলের প্রতি আহ্বান জানান।

অন্য দিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সিঙ্গাপুর সফরের অনুমতিতে বিলম্ব, সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্প, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অপব্যবহার-সহ অন্যান্য বিষয়ও উত্থাপন করে বিরোধীরা।

আরও পডুন: রাষ্ট্রপতি নির্বাচনে কার দিকে আম আদমি পার্টির সমর্থন

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক