সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা ও ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সম্প্রতি সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিদেশ সফরে গিয়েছিল। রবিবার সবক’টি দলই দেশে ফিরে এসেছে। তাদের অভিজ্ঞতা জানতে ও সম্মান জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এই দলের একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালা লামপুর সফর করেছেন তিনি। অভিষেকের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি মঙ্গলবারের নৈশভোজে উপস্থিত থাকবেন।
প্রায় ১৫ দিনের বিদেশ সফরে ভারতীয় প্রতিনিধিরা দেশের সন্ত্রাস-বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে তুলে ধরেন। তবে বিদেশমন্ত্রকের বৈঠকে ব্যস্ততার কারণে অভিষেক যোগ দিতে পারেননি। এবার প্রধানমন্ত্রীর ডাকে তিনি উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে।