রাজ্য পুলিশের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী

রাজ্য পুলিশের জন্য কল্পতরু হয়ে উঠলে মুখ্যমন্ত্রী। পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। তিনি বলেন, ‘রাজ্য পুলিশে ভাতায় বৈষম্য রয়েছে। সেগুলি মেটানোর চেষ্টা করছি।

এদিন কী কী ঘোষণা করলেন মমতা?

উর্দি কেনার জন্য অ্যালওয়েন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হল
নতুন করে ২০০ জন WBPS, WBCS নিয়োগ করা হবে রাজ্যে
৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে
৬ জন অ্যাডিশনাল এসপিকে এসপি পদে উন্নীত করা হল।
৬ জন ডিএসপিকে অ্যাডিশনাল এসপি করা হলো।
এএসপিকে ২৫০০ টাকা বাড়তি ভাতা
ডাব্লুবিপিএস এর সংগঠন তৈরি করা হল। 
কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ”আসানসোলে সেল গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জিএসআই ইতিমধ্যেই সার্ভে শুরু করেছে। সেল গ্যাসের বিশাল সম্ভাবনা রয়েছে ওখানে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের অনুমোদন নিয়ে আমরা এটা করছি। সেল গ্যাসের উৎপাদনে আমরা ছাড় দিয়েছি।”
তিনি বলেন, ”১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। অনেক কর্মসংস্থান হবে। আগামী দু তিন বছরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্যাসের উৎপাদনে। একটা বড় শিল্প সম্ভাবনা শুরু হয়েছে।

আরও পড়ুন :

ছেলে কোলে ইডি দফতরে হাজির রুজিরা

আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচন, সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের

উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

সাংবাদিকের রাহুল গোস্বামীর জীবনাবসান

দিদির নির্দেশেই কাজ করব বলেন শোভন, দিদি-ভাইয়ের সম্পর্ক অটুট ছিল, চিরদিনই থাকবে: বৈশাখী

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের