ডেস্ক: লখিমপুরে রাহুল-প্রিয়াঙ্কার সফরের পরই খোঁচা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। প্রকাশ্যেই বলে দিলেন কংগ্রেসের সমস্যা অনেক গভীরে। শুক্রবার প্রশান্ত কিশোর টুইটে জানান, ‘লখিমপুরের ঘটনার ওপর ভিত্তি করে জিওপির নেতৃত্বাধীন বিরোধীরা দ্রুত ঘুরে দাঁড়াবে যারা মনে করছেন, তারা হতাশ হবেন। দুর্ভাগ্যবশত জিওপির গভীরে থাকা সমস্যা ও কাঠামোগত দুর্বলতার কোনও দ্রুত সমাধান নেই।’
লখিমপুর খেরির ঘটনায় যেভাবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় ভূমিকা নিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন, তাতে অনেকেরই মনে হওয়া শুরু হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো কংগ্রেস ঘুরে দাঁড়াবে। কিন্তু রাজনৈতিক পরামর্শদাতা পিকে মনে করছেন, কংগ্রেস তথা বিরোধীদের সমস্যা আরও গভীরে। রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। দুঃখজনকভাবে দেশের সবচেয়ে পুরনো দলের গভীর সমস্যা এবং গঠনগত দুর্বলতার কোনও দ্রুত সমাধান নেই।
আরও পড়ুন: ১৮ হাজার কোটিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল TATA Sons
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যখন তাঁর ঘুঁটি সাজাচ্ছে, সেখানে প্রশান্ত কিশোরের এই টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশান্ত কিশোরের দেওয়া স্ট্র্যাটিজির ওপর ভিত্তি করেই গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল।