প্রথম পাতা খবর রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম, দুর্যোগ সামলাতে যাবতীয় ব্যবস্থা কলকাতা পুরসভার

রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুম, দুর্যোগ সামলাতে যাবতীয় ব্যবস্থা কলকাতা পুরসভার

531 views
A+A-
Reset

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়ায় ঝড়-বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ঝড়ের কারণে চালু করে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম।

ভারতের মৌসম ভবন জানিয়ে দিল বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মোংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। রবিবার ও সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড় বইতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে। রেমালের প্রভাব পড়বে শহর কলকাতাতেও। ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তাই বিপর্যয় সামলাতে আগাম ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশও।

কলকাতা পুরসভা সূত্রে খবর, সাধারণ মানুষকে ঠিকমতো পরিষেবা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পুরসভায়। জল নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আলো, পার্ক এবং স্কোয়ার, রাস্তা, বাসস্থান, বাজার, জল সরবরাহ, বিল্ডিং, স্বাস্থ্য পুরসচিব এবং বিজ্ঞাপন বিভাগের কর্মচারীদের যে কোনও ধরণের ছুটি বাতিল করা হয়েছে। এই সকল দফতরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা রোস্টার ভিত্তিক ডিউটি করবেন।

বিপর্যয় মোকাবিলায় সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ও বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরাতে প্রতিটি বরোর জন্য বিশেষ দল গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রের খবর, বৃষ্টি হলে বাতিস্তম্ভে হাত লেগে যাতে দুর্ঘটনা না হয় তা ঠেকাতে যথাসম্ভব ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এব্যাপারে আলো দফতরের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে, ঝড়বৃষ্টির আগে শহরের প্রতিটি বাতিস্তম্ভ যেন যথাযথভাবে পরীক্ষা করা হয়। খোলা ফিডার বক্সে অবিলম্বে ঢাকনা দিতে হবে। এছাড়াও শহরের বিপদজ্জনক হোডিং খুলে ফেলারও নির্দেশ দিয়েছেন পুর কমিশনার।

কলকাতা পুরসভায় একাধিক বরোয় দুর্যোগ পরিস্থিতিতে স্টেশন ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বরো ১ -এর জন্য 99036207678, বরো ২ -এর জন্য 9433288055 বরো ৩ -এর জন্য 7003322615, বরো ৪ -এর জন্য 9831344999, বরো ৫ -এর জন্য 9831911972, বরো ৬ -এর জন্য 9433365876 যোগাযোগ নম্বর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.