কলকাতা: রবিবার আইপিএল ফাইনাল। আজ আর একটা ম্যাচ জিতলেই কেল্লাফতে। তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা পাবে কেকেআর। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসাবে তিন বার ট্রফি জয়ের নজির গড়বে কলকাতা।
আজ সন্ধ্যায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে আইপিএল ২০২৪-এর মেগা ফাইনাল। মহাম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাংলায় ঘূর্ণিঝড় আশঙ্কার মধ্যেই আইপিএল ফাইনাল ঘিরে চড়ছে পারদ।
নতুন করে বলার নয়, ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এর কিছুটা প্রভাব পড়তে পারে উপকূলীয় শহর চেন্নাইয়ে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ যদিও বা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাতে দুশ্চিন্তার কিছু নেই।
ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার যদি ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, ত হলে সোমবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা-হায়দরাবাদ।
উল্লেখ্য, আইপিএল ফাইনাল ম্যাচটি দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে জিও সিনেমা অ্যাপেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।