বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি, নবান্নে মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে রাজ্য প্রশাসনে। আগামী ৫-৬ ফেব্রুয়ারি বসছে এই শিল্প সম্মেলন, যেখানে অংশ নিতে পারেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও বণিকমহলের প্রতিনিধিরা। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই শিল্প সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়ে আজ, মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের সরকারি অনুমোদন দেওয়া হতে পারে। শিল্প সংক্রান্ত বিষয় এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাশাপাশি, নতুন শিল্প নীতি বা কোনও ছাড়পত্র প্রয়োজন কিনা, তাও খতিয়ে দেখা হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সফল আয়োজনের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। এবার দেখার, শিল্পপতিদের কাছ থেকে কতটা ইতিবাচক সাড়া মেলে এবং এই সম্মেলন বাংলার শিল্প পরিকাঠামোকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক