কলকাতায় রাষ্ট্রপতি, যান চলাচল নিয়ন্ত্রণ বিভিন্ন রাস্তায়

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালেই কলকাতা বিমানবন্দরে নেমে যাওয়ার কথা রাজভবনে। তার পর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সকাল ১১টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে রাজভবনে পৌঁছানোর কথা দ্রৌপদী মুর্মুর। সেখানে ‘ব্রহ্মা কুমারিস’-এর উদ্যোগে কলকাতায় যে নেশা মুক্তি অভিযান হতে চলেছে, সেটার সূচনা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা নাগাদ ওই সংস্থা আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

মধ্যাহ্নভোজনের পর ১টা ১৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি গার্ডেনরিচের উদ্দেশে রওনা দেবেন। তাঁর হাতেই ভারতীয় নৌসেনার ১৭তম প্রকল্পের ষষ্ঠ জাহাজ ‘বিন্ধ্যগিরি’ যুদ্ধজাহাজের সূচনা হবে।

ঝটিকা সফর সেরে বিকেলেই রওনা দেবেন দিল্লির উদ্দেশে। দুপুর ২টো ৫০ মিনিটে সেখান থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে তাঁর কনভয়। ৩টে ৪০-এ রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছবেন। তাঁকে নিয়ে দিল্লির বিমান ছাড়বে ৩টে ৫০ মিনিটে।

রাষ্ট্রপতির এই এক দিনের সফরের জন্য কলকাতায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রাষ্ট্রপতির যাত্রাপথে বিভিন্ন রাস্তায় ধাপে ধাপে যান নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তা ধরতে হবে।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?