কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে বসার পর এটাই তাঁর প্রথম বাংলায় আসা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাল রাজ্য সরকার। তাঁর হাতে দুর্গামূর্তি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃতির কথা মাথায় রেখে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে ধামসা-মাদল, আদিবাসী নৃত্যের আয়োজন করা হয় এ দিন। ধামসা বাজিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে পা মেলান মুখ্যমন্ত্রী নিজেও। উঠে দাঁড়িয়ে হাততালি দেন আপ্লুত রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মুখ্যমন্ত্রীর নাচে মুগ্ধ রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি আজ ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী যখন আদিবাসী শিল্পীদের সঙ্গে নিজেই বাদ্যযন্ত্র বাজালেন, নাচলেন তালে তালে, আমার ভীষণ ভাল লাগল। এটা সবাইকে সমান ভাববার একটি চিহ্ন। সবাইকে সম্মান দেওয়া। সবাইকে সমান ভাবে কাছে টেনে নেওয়া, সব সংস্কৃতিকে সম্মান দেওয়া— এটা বড় কলা। এটা মুখ্যমন্ত্রীর আছে। এ জন্য তাঁকে ধন্যবাদ।’’
বাংলার প্রশংসায় রাষ্ট্রপতি বলেন, “বাংলা ভাষা মিষ্টি ভাষা। এই ভাষা যখনই শুনি মনে হয় গ্রামের আশেপাশেই আছি। এমনই সুবাস এই ভাষার”। আরও বলেন, “বাংলা থেকেই তো সৃষ্টি হয়েছে বন্দেমাতরম।” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনা গেল রাষ্ট্রপতির গলায়। বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে গিয়ে ভাগ্যবতী বলে মনে করেন। তুলে ধরলেন ক্ষুদিরাম বসুর কথা। বিনয়-বাদল-দীনেশকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।