Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইন্টারভিউয়ে বসতেই হবে, টেট আন্দোলনকারী উভয়পক্ষকে বার্তা পর্ষদ সভাপতির - NewsOnly24

ইন্টারভিউয়ে বসতেই হবে, টেট আন্দোলনকারী উভয়পক্ষকে বার্তা পর্ষদ সভাপতির

কলকাতা: “আমাদের কাছে ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালের টেট পাস সবাই সমান। কাউকে আলাদা ভাবে দেখার প্রশ্নই নেই। সবাইকে ইন্টারভিউয়ে বসতে হবে। তার পর মেরিট লিস্টে আসতে হবে। মেরিটের ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে”। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে টেট আন্দোলনকারীদের এমন বার্তাই দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

সোমবার থেকে করুণাময়ীতে ধর্নায় বসেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা (নট ইনক্লুডেড)। তাঁদের দাবি, ইতিমধ্যেই দু’বার তাঁরা ইন্টারভিউ দিয়েছেন। তাই আর ইন্টারভিউয়ে বসবেন না। সরাসরি নিয়োগ করতে হবে।

অন্য দিকে এ দিন থেকেই সল্টলেকে পাল্টা ধরনায় বসেছেন ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। তাঁদের দাবি, ২০১৪ সালের প্রার্থীরা যদি ইন্টারভিউয়ে বসেন তা হলে তাঁদের আসনে কোপ পড়বে। দু’পক্ষকেই এ দিন বার্তা দিলেন পর্ষদ সভাপতি।

তাঁর হুঁশিয়ারি, “আমাকে যদি আইন ভেঙে কিছু করতে বলা হয় তা হলে আমিও তো অনশনে বসতে পারি। চিরাচরিত যে আইন, আইনানুগ নয় এমন কাজ যদি আমাকে করতে হয়, তাহলে তো আমিও অনশনে বসব। তাঁরা যদি বলেন, তো আমিও তো অনশনে বসতে পারি, আমারও তো অধিকার আছে।”

আরও পড়ুন: ‘ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি’, উত্তরবঙ্গ থেকে ফিরেই বার্তা মুখ্যমন্ত্রীর

Related posts

‘এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন’, কৃষ্ণনগরের সভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার

‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় কড়া বার্তা মমতার

রাজ্যে শীতের আমেজ জোরদার, কলকাতায় পারদ ১৫-তে স্থির—উত্তরবঙ্গে ঠান্ডা আরও তীব্র