হাইকোর্টের নির্দেশ মার্চ থেকে বেসরকারি স্কুলে পুরো বেতন দিতে হবে

কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল মার্চ থেকে প্রাইভেট স্কুলে পুরো বেতন দিতে হবে। তবে এ বিষয়ে কোনও স্কুলের কর্তৃপক্ষ কোন রকম কড়াকড়ি করতে পারবে না। পরবর্তী শুনানী আছে ২৫ মার্চ।

উল্লেখ্য, করোনা আবহে স্কুল বন্ধ হয়ে গেলেও স্কুলগুলি পুরো বেতন নিচ্ছিল। এই সময় অভিভাবকদের একটি অংশ হাইকোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয় টিউশন ফির ৮০ শতাংশ স্কুলকে দিতে হবে এবং বকেয়া বেতনের ৫০ শতাংশ করে দুটি কিস্তিতে স্কুলের বেতন মেটাতে হবে। বর্তমানে স্কুল খুলে গেলে পুনরায় মামলাটি আদালতে ওঠে।

দীর্ঘ দু’বছর পর স্কুল খোলায় পড়ুয়ারা এবং অভিভাবকরাও খুশি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক