হাইকোর্টের নির্দেশ মার্চ থেকে বেসরকারি স্কুলে পুরো বেতন দিতে হবে

কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল মার্চ থেকে প্রাইভেট স্কুলে পুরো বেতন দিতে হবে। তবে এ বিষয়ে কোনও স্কুলের কর্তৃপক্ষ কোন রকম কড়াকড়ি করতে পারবে না। পরবর্তী শুনানী আছে ২৫ মার্চ।

উল্লেখ্য, করোনা আবহে স্কুল বন্ধ হয়ে গেলেও স্কুলগুলি পুরো বেতন নিচ্ছিল। এই সময় অভিভাবকদের একটি অংশ হাইকোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয় টিউশন ফির ৮০ শতাংশ স্কুলকে দিতে হবে এবং বকেয়া বেতনের ৫০ শতাংশ করে দুটি কিস্তিতে স্কুলের বেতন মেটাতে হবে। বর্তমানে স্কুল খুলে গেলে পুনরায় মামলাটি আদালতে ওঠে।

দীর্ঘ দু’বছর পর স্কুল খোলায় পড়ুয়ারা এবং অভিভাবকরাও খুশি।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা