Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তদন্ত সম্পূর্ণ, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত, জানালেন রেলমন্ত্রী - NewsOnly24

তদন্ত সম্পূর্ণ, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত, জানালেন রেলমন্ত্রী

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার তিনি বলেন, তিন ট্রেনের সংঘর্ষের কারণ খুঁজে পাওয়া গিয়েছে। শীঘ্রই এ ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করা হবে।

করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৮। শুক্রবার সন্ধ্যার ওই ভয়াবহ দুর্ঘটনায় আহতের সংখ্যাও হাজার ছুঁইছুঁই। সাম্প্রতিককালে সবচেয়ে বিধ্বংসী ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে একটি এই দুর্ঘটনা। বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশনের এই সংঘর্ষে দুই যাত্রীবাহী ট্রেনের ১৭টি কামরা লাইনচ্যুত হয় এবং ক্ষয়ক্ষতি, প্রাণহানির বহরও ব্যাপক।

এ দিন সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, “এই দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আজ ট্র্যাক মেরামত করার চেষ্টা করব। সমস্ত মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে। আমাদের লক্ষ্য হল বুধবার সকালের মধ্যে মেরামতের কাজ শেষ করা, যাতে এই ট্র্যাকে ফের ট্রেন চলাচল শুরু করতে পারে।”

রেলমন্ত্রী আরও জানান,”রেলওয়ে সুরক্ষা কমিশন এ নিয়ে তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসুক। …এটা ঘটেছে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য। আপাতত লাইন সারানোটাই আমাদের ফোকাস।”

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’