প্রথম পাতা খবর ‘পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে নতুন ইতিহাস তৈরি করুন’, অডিও বার্তায় বুদ্ধদেব

‘পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে নতুন ইতিহাস তৈরি করুন’, অডিও বার্তায় বুদ্ধদেব

148 views
A+A-
Reset

ডেস্ক: নির্বাচনের আগে লিখিত বিবৃতিতে বলেছিলেন, কমরেডরা যখন বাইরে লড়াই করছেন, তখন গৃহবন্দি হয়ে থাকাটা তাঁর কাছে মানসিক যন্ত্রণার। আর এবার দ্বিতীয় দফা নির্বাচনের মুখে এক অডিও বার্তায় ‘প্রিয় বাংলার নাগরিকবৃন্দ’-র কাছে আবেদন রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অডিয়ো বার্তায় পশ্চিমবঙ্গকে শান্তি – শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে বাম – গণতান্ত্রিক জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। 


রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতির পর এবার অডিয়ো বার্তা প্রকাশ করল সিপিএম। মঙ্গলবার দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে দলের সোশ্যাল মিডিয়া পেজে বুদ্ধবাবুর অডিয়ো বার্তা প্রকাশিত হয়। অডিয়ো বার্তায় পশ্চিমবঙ্গকে শান্তি – শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে বাম – গণতান্ত্রিক জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন: শুভেন্দুর জয় নিশ্চিত, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা অমিত শাহর


তিনি বলেন, ‘এ রাজ্যের রাজনীতিতে এ এক সন্ধিক্ষণ৷ বাম আমলে আমরা স্লোগান দিয়েছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ৷ এই নীতি নিয়ে আমরা এগিয়েছি৷ কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনই শিল্পে প্রসার ঘটতে শুরু করেছিল৷ বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূল সরকারের আমলে রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে৷ সমস্ত ক্ষেত্রেই নেমে এসেছে হতাশা৷ একদিকে কৃষকের সঙ্কট, কৃষিজাত পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে৷ অন্যদিকে এ রাজ্যে শিল্প, শিল্পায়ন স্তব্ধ হয়ে গিয়েছে৷ গত দশ বছরে রাজ্যে উল্লেখযোগ্য কোনও শিল্প আসেনি৷ সিঙ্গুর- নন্দীগ্রামে এখন শ্মশানের নীরবতা৷ শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত৷ স্বৈরচারী শাসকদল এবং সমাজবিরোধীরা একজোট হয়েছে৷ মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে বিঘ্নিত৷ যুব সম্প্রদায় আশাহীন, উদ্যোগহীন৷ চাকরির সন্ধানে অনেকে রাজ্য ছাড়ছে৷ এই পরিস্থিতি চলতে পারে না৷’


তিনি বলেছেন, তৃণমূলের স্বৈরাচারী আচরণ ও বিজেপির আগ্রাসনে সংকটে পড়েছে রাজ্য।  বাম-ধর্মনিরপেক্ষ শক্তির পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস তৈরির জন্য তিনি সাধারণের কাছে আর্জি জানিয়েছেন।অডিও বার্তায় বাম-গণতান্ত্রিক শক্তি জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.