অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা। আগামী ৮ অগস্ট আবার বৈঠক হবে বলে জানান আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহিদুল্লাহ।
এদিন ৮ জনের এক প্রতিনিধি দল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেকের বৈঠকে হাজির শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা বলেন, “অভিষেক জানিয়েছেন, একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক হওয়ায় আমরা খুশি।” আইনি জটিলতা কাটিয়ে দ্রুত চাকরি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অভিষেক।
আরও পড়ুন :
এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে
শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য
“মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে”, পার্থ
‘আমি ষড়যন্ত্রের শিকার’, মন্ত্রিত্ব হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা