শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য

শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য। লিজের পরিবর্তে ফ্রি হোল্ড ডিডে জমি নিলে সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি পড়বে শিল্পপতিদের। তবে এরফলে তাদের হয়রানি কমবে বলে মনে করছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের এ নিয়ে আশ্বস্ত করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা জমি নিয়ে একটা নতুন কিছু করার কথা ভাবছি। আমাদের কাছে অনেক জমি পড়ে রয়েছে। সেগুলি নিলাম করে দেবো। তারপর কেউ চাইলে সেখানে বাজার, শপিং মল বা শিল্প করতে পারে সেটা তাদের ব্যাপার।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সমস্যার সমাধানের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেন মুখ্যসচিবকে। তিনি বলেন, ‘একজন অফিসার নিয়োগ করুন। প্রতিদিন আধঘন্টা করে তার সঙ্গে কথা বলুন। কোনও অভিযোগ জানানোর থাকলে আলাদা করে ইমেল আইডি তৈরি করে দিন।’

আরও পড়ুন :

“মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে”, পার্থ

‘আমি ষড়যন্ত্রের শিকার’, মন্ত্রিত্ব হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা

গোটা মন্ত্রিসভা রদবদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা