পুনেয় ভেঙে পড়ল ইন্দ্রায়ণী নদীর সেতু, ভেসে গেলেন ২০ পর্যটক

পুনের ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু রবিবার হঠাৎ ভেঙে পড়ায় অন্তত ২০ জন পর্যটক নদীর জলে ভেসে যান। ঘটনাটি ঘটেছে কুন্ডমালা এলাকায়। বর্ষাকালে জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত এই জায়গা।

পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশের অধীনে থাকা এই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত ৫-৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সেতুর অবস্থা দুর্বল ছিল এবং অতিরিক্ত ভিড়ের কারণে সেটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত এক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক