ওয়েবডেস্ক : অলিম্পিক্সের আগে পি ভি সিন্ধুর ফর্ম মোটেই আশার আলো দেখাচ্ছে না ভারতকে। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ফাইনালসের টানা দ্বিতীয় ম্যাচেও হেরে গেলেন সিন্ধু। হেরে গিয়েছেন কিদম্বি শ্রীকান্তও। টানা দু’ম্যাচে হারের জেরে দু’জনের কারওরই সেমিফাইনাল খেলা হবে না।
থাইল্যান্ডের রাতচানক ইন্তাননের কাছে ১৮-২১, ১৩-২১ গেমে হেরেছেন সিন্ধু। শ্রীকান্ত হারেন চিনা তাইপেইয়ের জু ওয়েই ওয়াংয়ের কাছে ২১-১৯, ৯-২১, ১৯-২১ গেমে।
প্রথম গেমে অনায়াসে জিতলেও কোর্ট বদলানোর পর দ্বিতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তৃতীয় সেটে। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় সুযোগ দেননি।
আরও পড়ুন : হাসপাতাল থেকে বাড়ি ফেরার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়
দু’জনকেই সেমিফাইনালে উঠতে গেলে তাকিয়ে থাকতে হত বাকি প্রতিপক্ষদের দিকে। কিন্তু তাঁরা অনায়াসে জেতায় দুই ব্যাডমিন্টন খেলোয়াড়ই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। গ্রুপ বি-তে সবার নিচে রয়েছেন সিন্ধু। শ্রীকান্ত রয়েছেন তৃতীয় স্থানে।