Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় - NewsOnly24

ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

ডেস্ক: ভারতীয় সিনিয়র দলের হেডস্যর হতে রাজি হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। সব ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর থেকেই বিরাট কোহলিদের দায়িত্ব নেবেন মিস্টার ডিপেন্ডবল।  ২০২৩ পর্যন্ত রাহুলকে কোচ হিসেবে রাখতে হচ্ছে চুক্তি, এমনটাই খবর সূত্রের। শুক্রবার রাতে রাহুলের সঙ্গে বৈঠক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের। সূত্রের দাবি, বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। 


জানা গিয়েছে, আইপিএল ফাইনালের পর চলা বৈঠকে সব কিছু হয় চূড়ান্ত। দ্রাবিড়ের পাশাপাশি, ভারতীয় দলের বোলিং কোচ হচ্ছেন পারশ মামব্রে। সংযুক্ত আরব আমিরশাহীতে টি-২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। ১৪ নভেম্বর পর্যন্ত এই খেলা চলবে। সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি দায়িত্ব তুলে নেবেন।

আরও পড়ুন: ছত্তিসগড়ের রায়পুরে CRPF স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, জখম ৬ সিআরপিএফ জওয়ান

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাহুল দ্রাবিড় নিজে এব্যাপারে খবরটিকে সমর্থন করেছেন যে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন। এর জন্য তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএ-র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন দেব, বৃদ্ধ-অসুস্থদের জন্য মানবিকতার আর্জি সাংসদের

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই