ছত্তিসগড়ের রায়পুরে CRPF স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, জখম ৬ সিআরপিএফ জওয়ান

ডেস্ক: সাত সকালে ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন ৬ সিআরপিএফ (CRPF) জওয়ান। শনিবার সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ছত্তীসগঢ়ের রায়পুর স্টেশনে (Raipur Station)।ঘটনাটি ঘটেছে সকাল ৬.৩০মিনিটে যখন ঝারসুগুড়া থেকে জম্মু তাওয়াইগামী ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সিআরপিএফের একজন কর্মী এবং একজন হেড কনস্টেবলকে রায়পুরের নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: মন খারাপের দশমী, গঙ্গার ঘাটে শুরু বিসর্জন পর্ব

বিস্ফোরণে আহত হন ৬ সিআরপিএফ জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রায়পুর পুলিশ জানিয়েছে, প্লাটফর্মের ওপর পড়ে বিস্ফোরক ভর্তি বাক্স ফেটেই এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, জওয়ানদের হাতে ছিল ডিটোনেটর ভর্তি বাক্স। সেটা হাত থেকে পড়ে ফেটে যায়। তার জেরেই এই দুর্ঘটনা।

Related posts

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, কী ভাবে দেখবেন

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার মধ্যবয়সি মহিলার দেহ, এলাকায় চাঞ্চল্য

গরমে হাঁসফাঁস গোটা রাজ্য, স্বস্তি ফিরতে ঢের বাকি