কেরলের ওয়েনাড় ছেড়ে দিচ্ছেন রাহুল গান্ধী, উপনির্বাচনে লড়বেন বোন প্রিয়ঙ্কা

নয়াদিল্লি: এ বারের লোকসভা ভোটে জোড়া আসনে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জিতেছেন দু‌‌টি আসনেই। তবে, রায়বরেলি আসন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েনাড় থেকে তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়েনাড়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলি এবং ওয়েনাড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড় ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড় থেকে।”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরগের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, এবং এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন।

রায়বরেলিতে এ বছর রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সনিয়া গান্ধী। তারও আগে রায়বরেলি থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরোনো গড়ে রাহুল এ বছর পেয়েছেন মা সনিয়ার থেকেও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লক্ষ ভোটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের অমেঠী থেকে হেরে গেলেও কেরলের ওয়েনাড় থেকে জয়ী হয়েছিলেন রাহুল। এ বার রায়বরেলিতে জেতার পরে সেই ওয়েনাড় ছেড়ে দিলেন রাহুল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন