নেহরু মিউজিয়ামের নাম বদল! মোদীকে নিশানা রাহুলের

নয়াদিল্লি: নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদল করে প্রধানমন্ত্রী ও লাইব্রেরি করা নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জওহরলাল নেহরুকে মাঝখানে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি। রাহুল বলেন, নেহরুজি নিজের কাজের জন্য পরিচিত, শুধুমাত্র নামের জন্য নয়।

বৃহস্পতিবার থেকে দুই দিনের লেহ-লাদাখ সফরে থাকবেন রাহুল গান্ধী। লাদাখ প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেসকে শক্তিশালী করার কৌশল নির্ধারণের সম্ভাবনা রয়েছে ওই বৈঠকে।

এর আগে, নেহরু মেমোরিয়াল মিউজিয়ামের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও লাইব্রেরি করা নিয়ে বিজেপি ও বিরোধী দলগুলির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়।

নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির সরকারি নাম পরিবর্তনের জন্য কেন্দ্রকে আক্রমণ করে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ বুধবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতা সংগ্রামে জওহরলাল নেহরুর মহান অবদানকে কখনই মুছে দিতে পারবেন না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক