কাঁকুড়গাছিতে রেল লাইনের পাশে ধস, বাতিল শিয়ালদহ থেকে একগুচ্ছ লোকাল ট্রেন

রেল লাইনের পাশে ধস। ছবি: টিভি৯ বাংলার সৌজন্যে

শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনের পাশে ধস। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে। বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।

জানা যায়, রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল করা হয় ৫ জোড়া লোকাল। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে।

যে জায়গায় ধস নেমেছে তার ঠিক পাশেই চলছে নির্মাণ ও খনন কাজ। রেল আধিকারিকদের দাবি, একদিকে রাতভর একটানা বৃষ্টি হয়েছে, তার মধ্যে কেবিন তৈরির কাজ চলছিল, সে কারণেই সম্ভবত লাইনের নীচের মাটি সরে গিয়ে এই বিপত্তি। ঘটনাস্থলে রয়েছেন আধিকারিকরা।

এই ঘটনার জেরে শিয়ালদহ–নৈহাটি শাখায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রত্যেক স্টেশনে যাত্রীদের ভিড়। ট্রেন না পেয়ে চরম সমস্যায় পড়েন তাঁরা। মেরামতির কাজ শুরু হলেও কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক