সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: শুক্রবার থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চললেও বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের মতে, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি ছাড়াও বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

সোমবারও এই বৃষ্টি চলতে পারে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে। যার জেরে অসহ্য গরমের জ্বালা কিছুটা কমবে বলেই আশা। তবে ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের।

এ দিকে, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনি ও রবি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। তবে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের