কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ জুড়েই একাধিক দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ পশ্চিম দিকে সরে গেলেও অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যদিও আগের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার আরও জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরে আপাতত আর কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সোমবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আবার আগামী বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।