প্রথম পাতা খবর অশান্তি রুখতে রাজভবনে ‘পিস রুম’ খুললেন রাজ্যপাল

অশান্তি রুখতে রাজভবনে ‘পিস রুম’ খুললেন রাজ্যপাল

76 views
A+A-
Reset

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে অশান্তি রুখতে রাজভবনে ‘পিস রুম’ খুললেন রাজ্যপাল। রাজভবনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটে কোনো রকম হিংসার পরিস্থিতি তৈরি হলে, তা সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে।

শনিবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজভবনের তরফে। সেখানে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপালের তরফে জানানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। তারা সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে।

রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং OSD2w.b.governor@gmail.com এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মনোনয়নের শেষ বেলায় তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লক। সেখানে কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ উঠেছিল। প্রাণও গিয়েছিল তিন জনের। শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল বোস। পরে সেখানে বলেছিলেন, ‘‘আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, এই ভোটে হিংসাই বলি হবে। হিংসাকে নির্মূল করতে হবে। যারা হিংসা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।’’

শনিবার ক্যানিংয়ে যান রাজ্যপাল। গত বুধবার, মনোনয়নের চতুর্থ দিনে ক্যানিংয়ে শাসক তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ক্যানিংয়ের সেই হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার পর তাঁর মন্তব্য, “গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই।” তিনি হিংসা বরদাস্ত করবেন না বলেও জানিয়ে দেন বোস। এর পরেই ‘পিস রুম’ খোলার কথা জানানো হল রাজভবন থেকে। চালু করা হয় হেল্পলাইন নম্বরও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.