তৃণমূলে যোগ দিলেন টলিউডের একঝাঁক তারকা

ওয়েবডেস্ক : ফের তৃণমূলে যোগ দিলেন একঝাঁক তারকা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডানলপের সাহাগঞ্জের সভায় আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালী দে, জুন মালিয়া।

টলিউডের একঝাঁক তারকার পাশাপাশি আজ তৃণমূলে যোগ দেন মনোজ তিওয়ারি, ফুটবলার সৌমিক দে।

বুধবার টলিউডের একঝাঁক তারকা তৃণমূলে যোগ দেওয়ার পর সায়নী ঘোষকে নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, সায়নী টুইটারে দুটো কথা বলেছিলেন। তারপর থেকেই সায়নীকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : রুজিরাকে সিবিআই জেরা, সাহাগঞ্জে গর্জে উঠলেন মমতা

সায়নীর মতোই রাজ চক্রবর্তী এবং জুন মালিয়ার তৃণমূলে যোগ নিয়েও জল্পনা বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল। তাঁরাও এদিন ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।

তবে, এদিনের সভায়  কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের দলে টেনে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। মানালি দে’র মতো টেলিভিশনের জনপ্রিয় মুখকেও দলে টেনেছে শাসক শিবির।   

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী পোস্ট করতে দেখা যাচ্ছিল মনোজকে। কৃষক বিক্ষোভের মতো ইস্যুতে তিনি বিঁধেছেন কেন্দ্রকে।

তারপরই মঙ্গলবার সাহাগঞ্জে মমতার সভা থেকে শাসকদলের পতাকা হাতে নেন তিনি। মনোজের পাশাপাশি চমক দিয়ে প্রাক্তন ফুটবলার সৌমিক দে’কেও দলে টানল শাসক শিবির।

তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন। সৌমিককেও হুগলির কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। 

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার